৭৩৯ নং- সুওয়াল : রমজান শরীফে অসুস্থতার কারণে কোন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, তাহলে সে কিভাবে রোজা আদায় করবে?

 


সুওয়াল : রমজান শরীফে অসুস্থতার কারণে কোন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, তাহলে সে কিভাবে রোজা আদায় করবে?

জাওয়াব : কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে রমজান মাসের রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে সুস্থ হলে পরবর্তী মাসসমূহে রোজা আদায় করে নিবে। যেমন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,

ومن كان مريضا اوعلى سفر فعدة من ايام اخر.

অর্থ : যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, এমতাবস্থায় যদি রোজা রাখতে না পারে, তবে পরবর্তী দিনসমূহে তা আদায় করে নেবে।

আর যারা শায়খে ফানী” (এমন রোগী যার সুস্থতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ মৃত্যুশয্যায় শায়িত এবং এমন বৃদ্ধাবস্থায় উপনীত অর্থাৎ এত দূর্বল বা জইফ, যার রোজা রাখার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, তাদের রোজার হুকুম হলো- প্রতি রোজার পরিবর্তে একজন মিস্কীনকে দুবেলা তৃপ্তি সহকারে খাদ্য খাওয়ানো অথবা প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া হিসেবে এক ফিৎরা পরিমাণ অর্থাৎ একসের সাড়ে বার ছটাক গম অথবা তার সমপরিমাণ মূল্য দিয়ে দিবে। (শরহে বেকায়া ও অন্যান্য ফিক্বাহ কিতাব)

আবা-৪১

0 Comments: