সুওয়াল : যাকাত কার উপর ওয়াজিব?
জাওয়াব : যারা মালেকে নেছাব বা ছাহেবে নেছাব, তাদের উপর যাকাত ফরজ। আর মালেকে নেছাব বা ছাহেবে নেছাব বলতে বুঝায় যে মুসলমান
স্বাধীন,
বালেগ বা বালেগার নিকট ‘হাওয়াজে
আছলীয়াহ (নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, মাল-সামানা) বাদ দিয়ে কর্জ ব্যতীত
নিজ মালিকানাধীনে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্য বা তার
সমপরিমাণ মূল্য পূর্ণ এক বছর থাকে, তাহলে তার উপর যাকাত ফরয।
আবা-৪২
0 Comments:
Post a Comment