সুওয়ালঃ- অনেক এলাকায় দেখা
যায় যে,
বয়স্ক মহিলারা পাঁচ ওয়াক্ত নামায, জুমুয়া, তারাবীহ্ ও ঈদের জামায়াতে শরীক হওয়ার জন্য মসজিদ ও ঈদগাহে যায়। বিশেষ করে
রমজান মাসে এই প্রবণতা অধিক পরিলক্ষিত হয়। এ ব্যাপারে শরীয়তের সঠিক ফায়সালা জানতে
আগ্রহী।
জাওয়াবঃ- মহিলাদের জন্য
শুধু রমজান মাস কেন, সব সময়ের জন্যই পাঁচ ওয়াক্ত, জুমুয়া, তারাবীহ ও ঈদের নামাযের জামায়াতে শরীক হওয়ার জন্য মসজিদ ও ঈদগাহে যাওয়া
মাকরূহে তাহ্রীমী। এটার উপরই উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। (উমদাতুল ক্বারী শরহে
বোখারী,
ফতহুল মুলহিম শরহে মুসলিম, বজলুল
মাজহুদ,
শরহে সাবী দাউদ, মায়ারেফে মাদানী শরহে তিরমিযী, সুনানুন নেসাঈ শরহে ইমাম সুয়ূতী, মেরকাত শরহে মেশকাত, আওযায়ুন মাসালিক শরহে মুওয়াত্তায়ে মালেক, দুররুল
মোখতার,
ফতওয়ায়ে তাতার খানিয়া, খোলাছাতুল
ফতওয়া,
শরহুত তানবীর, ফতহুল ক্বাদীর, আলমগীরী)
এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে, মাসিক আল বাইয়্যিনাতের ১১তম সংখ্যা পাঠ করুন, সেখানে
প্রায় ৬৫টি অকাট্য দলীল পেশ করা হয়েছে।
আবা-৪১
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে যাওয়া মাকরূহ্ তাহরীমীর ফতওয়া- ১. https://khawajarazi.blogspot.com/2018/09/blog-post_840.html
0 Comments:
Post a Comment