সুওয়াল : রোজা অবস্থায় রান্না করার সময়
চুলার ধুঁয়া,
রাস্তায় চলার সময় গাড়ীর ধুঁয়া, রাস্তার
ধুলাবালি ও মশা-মাছি হঠাৎ নাক বা মুখ দিয়ে প্রবেশ করে, তাহলে কি
রোজা ভঙ্গ হবে?
জাওয়াব : না, রোজা ভঙ্গ হবেনা। হ্যাঁ যদি কেউ
ইচ্ছাকৃত সেবন করে বা খায়, তাহলে রোজা ভঙ্গ হবে। (সমূহ
ফিক্বাহর কিতাব)
আবা-৪১
0 Comments:
Post a Comment