সুওয়াল : অনেকে বলে থাকে, রমজান শরীফের শেষে তিন দিন বা এক দিন ই’তেকাফ
করলেই সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ আদায় হয়ে যায়, এটা কতটুকু সত্য?
জাওয়াব : রমজান মাসের শেষ দশ দিন অর্থাৎ ২০
তারিখ বাদ আছর ও ২১ তারিখ মাগরীবের পূর্ব হতে ঈদের বা শাওয়াল মাসের চাঁদ দেখা
পর্যন্ত ই’তেকাফ করলে সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ
আদায় হবে। অন্যথায় এক দিন, তিন দিন, পাঁচ দিন
এবং সাত দিন ই’তেকাফ করলে সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ
আদায় হবেনা। অর্থাৎ ৩০শে রমজানের দশ দিন কিংবা ২৯শে রমজানের নয় দিনের এক মিনিট কম
হলেও সুন্নাতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ আদায় হবেনা। (সমূহ ফিক্বাহর কিতাব)
আবা-৪১
0 Comments:
Post a Comment