৭৪৬ নং- সুওয়াল : ই’তেকাফ কত প্রকার?

 


সুওয়াল :তেকাফ কত প্রকার?

জাওয়াব : তেকাফ তিন প্রকার, যথা- (১) ওয়াজিব, (২) সুন্নাতে মুয়াক্কাদাহ্, (৩) নফল।

ওয়াজিব ইতেকাফ : কেউ যদি ইতেকাফ করার জন্য মান্নত করে, সেটা পালন করা তার জন্য ওয়াজিব, এরূপ ইতেকাফে রোজা করা শর্ত।

সুন্নাতে মুয়াক্কাদাহ ইতেকাফ : মান্নত ছাড়াই রমজান মাসের শেষের দশদিন ইতেকাফ করা।

নফল ইতেকাফ : এ ইতেকাফ যে কোন সময় করা যায়, এর কোন সময়সীমা নির্ধারিত নেই এবং রোজা রাখাও শর্ত নয়। (সমূহ ফিক্বাহ কিতাব দ্রঃ)

আবা-৪১

0 Comments: