সুওয়াল :
অনেককে দেখা যায় একামতের পূর্বেও একামতের সময় কাতার সোজাকরার জন্য দাঁড়ায়। আবার
অনেককে দেখা যায় হাইয়্যালাচ্ছলাহ, হাইয়্যালালফালাজহ বলার সময় তাড়াহুড়া করিয়া এলোমেলোভাবে
দাঁড়াইয়া নামাযে শরীক হয়। অথচ কাতার সোজা করা ও ফাঁক বন্ধ করা ওয়াজিব। একামতে কখন
দাঁড়ানো উত্তম ও সুন্ত জানিতে বাসনারাখি।
জওয়াব :
হযরত ইমাম আ’যম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম ইউসুফ রহমতুল্লাহি
আলাইহি, ও ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনজন ঈমামের মতে ঈমাম ছাহেব যদি একামত না
বলে অর্থাৎ মোয়াজ্জিন ছাহেব যদি একামত বলে
তবে হাইয়্যালাল ফালাহ বলার সময় নামাযের জন্য দাঁড়ানো সুন্নত। তবে ইমাম
সাহেব যদি একামতের পূর্বেই দাঁড়ান অথবা হাইয়্যালাল ফালাহ বলঅর পূর্বেই দাঁড়ান
(কাতার সোজা ও ফাঁক বন্ধ করার জন্য) তবে ইমাম সাহেবের সাথে সাথে সমস্ত মুসল্লিগনের
দাঁড়াইয়া যাওয়াটা সুন্নত ও আদব।
(ফতওয়ায়ে আলমগীরি ও অন্যান্য
ফিক্বাহর কিতাব।)
আবা-৩
0 Comments:
Post a Comment