২৫ নং - সুওয়াল : আমি একটি ধর্মীয় পত্রিকায় পেয়েছি, কনে পছন্দ করার মূল দায়িত্ব বরের।


সুওয়াল : আমি একটি ধর্মীয় পত্রিকায় পেয়েছি, কনে পছন্দ করার মূল দায়িত্ব বরের। এমনকি বরের পিতার ও বিয়ের পূর্বে কনেকে দেখা শরীয়তসম্মত নহে। এ কথাটি কতটুকু সত্য বিস্তারিত জানতে চাই।
জাওয়াব : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মেয়েদেরকে বিবাহ করতে হবে। তাদের পরহেযগারী, স্বচ্ছলতা, সৌন্দর্য ও বংশ দেখে।তবে তাদের পরহেযগারীতাকে প্রাধান্য দিতে হবে বেশি। যদিও পাত্রই পাত্রীকে দেখে পছন্দ করার মূল ব্যক্তি। তথাপিও পাত্রের পিতা ও মাতার কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু পবিত্র শরীয়ত উনার দৃষ্টিতে পর্দা করা ফরয। তাই পিতা তার ছেলেকে বিবাহ করানোর পূর্বে ছেলের জন্য নির্ধারিত পাত্রীকে দেখতে পারবে না। তবে ছেলে মেয়েকে শারিরীক ভাবে বিস্তারিত দেখার দায়িত্ব পিতারই। আর মেয়েকে শারীরিক ভাবে বিস্তারিত দেখার দায়িত্ব ছেলের মায়ের উপর।

আবা-৪

0 Comments: