সুওয়াল :
ইমাম সাহেব পাগড়ী ব্যতীত নামায পড়িলে মুক্তাদীগণ ছাওয়াব থেকে বঞ্চিত হইবে কিনা? ইমাম
সাহেব পাগড়ী পরিধান না করিলে মোক্তাগীগণ পাগড়ী পড়িতে পারিবে কিনা?
জাওয়াব :
ইমাম সাহেব পাগড়ীসহ নামায পড়িলে যে ছাওয়াব পাওয়া যাইবে, যদি
পাগড়ী ছাড়া নামায পড়ে তবে সেই ছাওয়াব হতে ইমাম সাহেব ও মুক্তাদীগণ অবশ্যই বঞ্চিত
হবে। ইমাম সাহেব পাগড়ী না পরিলেও মুক্তাদীগণ অবশ্যই পাগড়ী পরিতে পারিবে। কারণ
প্রত্যেকেই তার আমলের বদলা গ্রহন করতে হবে। ইমাম সাহেব পাগড়ী না পরিলে মুক্তাদীগণ
পাগড়ী পরিতে পারিবে না,
ইহা শরীয়তের কোথাও উল্লেখ নাই। বরং মহান আল্লাহ পাক বলেছেন, “তোমরা
নেক কাজে অগ্রগামী হও বা প্রতিযোগীতা কর।”
আবা-৩
0 Comments:
Post a Comment