১৩ নং- সুওয়াল : কিছু কিছু ইমাম সাহেব আছেন, যারা প্রায় সময়ই বলে থাকেন আদম আলাইহি ওয়া সালাম একটা গুনাহ করার কারণে ।


সুওয়াল : কিছু কিছু ইমাম সাহেব আছেন, যারা প্রায় সময়ই বলে থাকেন আদম আলাইহি ওয়া সালাম একটা গুনাহ করার কারণে সাড়ে তিনশত বৎসর মহান আল্লাহ পাক উনার দরবারে কেঁদেছেন। এই কথাটা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের মতে কতটুকু সত্য?
জাওয়াব : সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ মাসুম ও নিষ্পাপ। কাজেই আদম আলাইহিস সালাম বা অন্য কোন নবী রসূলগণ গুনাহ করিয়াছেন বা ভুল করিয়াছেন এধরনের কোন কথা বলা বা আক্বীদা পোষন করা সম্পূর্ণই নাজায়েজ। হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের সহিত আদব রক্ষা করা ফরয ওয়াজেবের অন্তর্ভুক্ত। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে বেয়াদব মাহরুম গাশত আজ লুতকেরবঅর্থাৎ বেয়াদব মহান আল্লাহ পাক উনার রহমত হতে বঞ্চিত। বাজারের অনেক ভিত্তিহীন ও ভুল ইতিহাস সম্পন্ন কিতাবাদি পড়ে মানুষ এ ধরনের ভিত্তিহীন ও ভুল ইতিহাস বর্ণনা করে থাকে। এই সমস্ত তাহকীকহীন (যাচাই ব্যতীত) ইতিহাস হতে সকলেই বাঁচিয়ে থাকা উচিৎ। (ফিকাহে আকবর, শরহে আকায়েদে নসফী ও অন্যান্য আকায়েদের কিতাবে উল্লেখ রহিয়াছে।)
আবা -৩

0 Comments: