সুওয়াল : ছূফী শব্দের অর্থ কী?
এ সম্বন্ধে জানতে চাই।
জাওয়াব : ছূফী শব্দটি দুই
অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটি লোগাতী বা আভিধানিক আর দ্বিতীয়টি ইস্তেলাহী বা
প্রচলিত। আভিধানিক অর্থে ছূফী বলতে বুঝায়, যারা পশমী কাপড় পরিধান করে, আর
প্রচলিত অর্থে ছূফী বলতে বুঝায়, যারা গাইরুল্লাহকে ত্যাগ করে একমাত্র মহান আল্লাহ পাক উনার
মুহব্বতে মশগুল থাকে। মূলত ইলমে তাছাউফে ছূফী বলতে বুঝায় যিনি মহান আল্লাহ পাক
উনার মতে মত এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
পথে পথ হওয়ার জন্য কোশেশে মশগুল হয়ে গাইরুল্লাহ থেকে বিরত আছেন।
আবা-৫
0 Comments:
Post a Comment