সুওয়াল :
বাবরী মসজিদ সম্পর্কে জানিতে চাই। হিন্দুদের দাবী কতটুকু সত্য?
জাওয়াব :
বাবরী মসজিদ বলতে বুঝা যায় সম্রাট বাবর কর্তৃক অযোধ্যায় নির্মিত মসজিদ। রাম ও তার
জন্মাস্থান সম্পূর্ণই কাল্পনিক, কারণ রামায়নের লেখক বাল্মীকি তাহার কল্পনাকে বইয়ের মধ্যে-
লিপিব্ধ করিয়া সেই বইয়ের নাম দিয়াছে রামায়ন। হিন্দুদের দাবী সম্পূর্ণ অযৌক্তিক
কেননা রাম কল্পনা ভিত্তিক এবং তার জন্মাস্থানকেও কল্পনা করা হইয়াছে। সম্রাট বাবর, বাবরী
মসজিদের স্থানটা মসজিদের জন্যই নির্ধারিত করিয়াছিলেন। পূর্বে এই স্থানে কিছুই ছিল
না। ইসলামের দৃষ্টিতে কোন স্থানে একবার মসজিদ হলে কিয়ামত পর্যন্ত সে মসজিদ ভাঙ্গা
যাবে না। কাজেই উক্ত স্থানে মসজিদ থাকাটা মুসলমানদের ধর্মীয় অধিকার।
আবা-৩
0 Comments:
Post a Comment