২ নং- সুওয়াল : জিনেরা কি গায়েব জানে? অনেকে বলে থাকেন জ্বীনেরা গায়েব জানে ইহা কতটুকু সত্য?



সুওয়াল : জিনেরা কি গায়েব জানে? অনেকে বলে থাকেন জ্বীনেরা গায়েব জানে ইহা কতটুকু সত্য?
জাওয়াব: না। জ্বীনেরা গায়েব জানে না। তাফসীরে উল্লেখ করা হয় তহযরত সোলায়মান আলাইহি ওয়া সাল্লাম উনার যখন ইন্তেকালের সময় হয় তখন আল্লাহ পাক উনার নিকট ফেরেস্তা পাঠান, যে আল্লাহ পাক উনার কিনট তাকে প্রত্যাবর্তন করতে হবে। তখন হযরত সোলায়মান আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি জ্বীন দ্বারা বায়তুল মুকাদ্দাস নির্মান করতেছি। অতএব আমার মৃত্যুর খবর জানলে তারা (জ্বীন) আর কাজ করবে না। তাই আল্লাহ পাক হযরত সোলায়মান আলাইহি ওয়া সাল্লামকে বলেন, আপনি কাঁচের ঘরে একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকেন। দাঁড়ানো অবস্থায় সোলায়মান আলাইহি ওয়া সাল্লাম উনার রূহ মুবারক কবজ করা হল এবং জ্বীনেরা তাদের কাজ চালিয়ে যেতে লাগল। উনার লঅঠি মুবারক উইপোকা যখন খেয়ে ফেলে তখন উনি পড়ে যান। এতে জ্বীনেরা বুঝতে পারে উনার মৃত্যু হয়েছে। এবং এত দিনে জ্বীনদের বায়তুল মুকাদ্দাস নির্মান কাজ সমাপ্ত হয়। তখন জ্বীনরা পালায়। এই অকেয়া থেকে সাবেত করা হইয়াছে জ্বীনেরা গায়েব জানে না। যদি তারা গায়েবী জানত তাহলে সোলায়মান আলাইহি ওয়া সাল্লাম উনার মৃত্যুর সঙবাদ আগেই বুঝতে পারতো। এবং বায়তুল মুকাদ্দাস উনার নির্মান কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যেত।

0 Comments: