জাওয়াব : পাক শব্দের অর্থ পবিত্র। পাঞ্জা শব্দের অর্থ পাঁচ আর তিন শব্দের অর্থ শরীর।
একত্রিত ভাবে পাক পাঞ্জাতন শব্দের অর্থ পাঁচটি পবিত্র শরীর বা দেহ। সাধারণত পাক
পাঞ্জাতন বলতে ১. হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২. হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম। ৩. হযরত যাহরা আলাইহাস সালাম।
৪. হযরত ইমাম হাসান আলাইহাস সালাম। ৫. হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদেরকেই
বুঝায়ে থাকেন। কেউ কেউ আবার ১. হাবীবুল্লাহ, নূরে মজাসসাম হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ২. হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম। ৩. হযরত
উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম। ৪. হযরত উছমান যিন নূরাইন আলাইহিস সালাম। ৫. হযরত
আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ উনাদেরকে বুঝায়ে থাকেন।
আবা -৪
0 Comments:
Post a Comment