১৫ নং- সুওয়াল : অনেকে বলে থাকেন, বিধর্মীদেরকেও সরাসরি কাফির বলা যাবে না। কথাটি কতটুকু সত্য জানিতে বাসনা রাখি।


সুওয়াল : মীর মোশররফ হোসেনের বিষাদ সিন্ধুতে নিম্ন লিখিত কথাগুলি উল্লেখ করা হয়েছে। উহা কতটুকু সত্য? “কারবালা প্রান্তরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বলেছেনআমাকে আর কষ্ট দিওনা, তীর বিদ্ধ স্থানে তলোয়ার চালিয়ে আমার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেল। আমি শপথ করে বলতেছি, কিয়ামতের দিন তোমাকে (সীমার) ছাড়া আমি বেহেশতে প্রবেশ করবোনা।
জওয়াব : উপরে উল্লেখিত কথাগুলি মিথ্যা ও বানোয়াট। মূলত: মীর মোশাররফ হোসেন আক্বীদাগত ভাবে শিয়া ছিল। আমরা ইতিহাসে দেখতে পাই, মীর মোশাররফ হোসেন যখন বিষাদ সিন্ধু বই খানা লিখে বাজারজাত করে, তার কিছু দিনের মধ্যে কবি কায়কোবাদ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এই বলে যে, ইহা কারবালার সঠিক ইতিহাস নয়। ইহার মধ্যে মিথ্যা ও বানোয়াট কথা রহিয়াছে। এই প্রশ্নের জবাবে মীর মোশাররফ হোসেন বলেছে যে, আমি ইতিহাস লিপিবদ্ধ করি নাই বরং উপন্যাস রচনা করিয়াছি। এই কথার মাধ্যমে সে তার ভুলত্রুটি স্বীকার করিয়া মামলার দায় হইতে অব্যাহতি লাভ করে। কাজেই এ ধরনের বই পুস্তক মানুষের পড়া উচিত নয়। এবং সরকারেরও দায়িত্ব এই ধরনের বই পুস্তক বাজেয়াপ্ত করা যাহাতে মানুষ বিভ্রান্ত না হয়।
 আবা-৩

0 Comments: