১৬ নং- সুওয়াল : অনেকে বলে থাকে বিধর্মীরা যদি মৃত্যুর পূর্বে তওবা করে তাহলে কি তারা ঈমানদার হবে না?


সুওয়াল : অনেকে বলে থাকে বিধর্মীরা যদি মৃত্যুর পূর্বে তওবা করে তাহলে কি তারা ঈমানদার হবে না?
জাওয়াব : হ্যাঁ, কোন কাফির বা বিধমী যদি মৃত্যুর গড়গড়া উঠার পূর্বে তওবা করে তাহলে তার তওবাও ঈমান গ্রহণযোগ্য হবে এবং সে ঈমানদার হিসেবে পরিগণিত হবে। কিন্তু তওবা করার পূর্বে তাকে ঈমানদার বলা যাবে না। বললে সেটা কুফরী হবে। আবা -৩

0 Comments: