২৯ নং- সুওয়াল :পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উল্লিখিত উলিল আমর সম্পর্কে জানতে চাই।


সুওয়াল : পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উলীল আমরগণকে অনুসরণ করতে বলেছেন। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উল্লিখিত উলিল আমর সম্পর্কে জানতে চাই।
জাওয়াব : মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উলিল আমর বলতে উনাদেরকেই বুঝিয়েছেন যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ মুতাবিক চলেন এবং পরিচালনা করেন। এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় কোনো কোনো তাফসীরের মধ্যে ছয় প্রকার লোকের কথা উল্লেখ করেছেন। (১) মাযহাবের ইমামগণ, (২) তরীক্বতের ইমাম, (৩) পীরানে তরীক্বত, (৪) মুফতীগণ, (৫) কাজী ছাহেব, (৬) ইনসাফগার বাদশাহ। (তাফসীরে আযীযী)
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উলিল আমরউনার ব্যাখ্যায় বলা হয়েছে, যাকে দেখলে মহান আল্লাহ পাক উনার কথা স্মরণ হয়, যার কথা শুনলে দ্বীনি ইলম বৃদ্ধি পায় এবং যার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছা হয়।
আবা-৫

0 Comments: