৭ নং- সুওয়াল: শিশু সন্তান জন্ম গ্রহন করলে আযান একামত দেয়া কি?


সুওয়াল: শিশু সন্তান জন্ম গ্রহন করলে আযান একামত দেয়া কি?
জাওয়াব: সন্তান জন্ম গ্রহন করলে তাজীন ও তাহনীক করা সুন্নত। ডান কানে আযান ও বাম কানে একামত দেওয়াকে তাজীন বলে। কোন বুজুর্য লোকের আঙ্গুল দিয়ে মধু খাওয়ার পর আঙ্গুলে অবশিষ্ট মধু বাচ্চার মুখের তালুতে লাগানকে তাহনীক বলে।
আবা -৩

0 Comments: