৬ নং- সুওয়াল : কিছু কিছু বিজ্ঞানীরা বলে থাকে আকাশ বলিতে কিছুই নাই।


সুওয়াল : কিছু কিছু বিজ্ঞানীরা বলে থাকে আকাশ বলিতে কিছুই নাই। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে আকাশ সম্পর্কে কোন বর্ণনা আছে? আর বিজ্ঞানীদের কথা কতটুকু সত্য?
জাওয়াব : আজকাল দেখা যায় যে কিছু কিছু বৈজ্ঞানিক ধর্মীয় জ্ঞানের অভাবে এমন উদভট ধরনের কথা বলিয়া থাকে, যাহাতে তাহাদের ঈমানই নষ্ট হইয়া যায়। সেই জন্যই বলা হয় বিজ্ঞান এখনও সুতীকা গৃহে। আল্লাহ পাক সূরা আরাফের চল্লিশ নং আয়াতের এক অংশে বলেন- নিশ্চয়ই যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যারোপ করে। এবং অহংকার বশতঃ তাহা হইতে ফিরিয়া থাকে। তাদের জন্য আকাশের দরজা খোলা হইবে না।এই পবিত্র আয়াত শরীফ ও এই ধরনের অনেক পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আকাশের অস্তিত্বের কথা সরাসরি বলা হয়েছে। মিরাজ শরীফ উনার বর্ণনায় বুখারী শরীফ ও অন্যান্য সহীহ হাদীছ শরীফ উনাদের মধ্যে আকাশের অস্তিত্বের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। আকাশের অস্তিত্বকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর বৈজ্ঞানিকদের কথা ততক্ষণ পর্যন্ত গ্রহনযোগ্য হবে না, যতক্ষন পর্যন্ত তাদের কথাগুলি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সহিত সামঞ্জস্যপূর্ন না হবে।

0 Comments: