সুওয়াল : যদি কোন ইমাম ছাহিব
মৃগী রোগগ্রস্থ হন,
তিনি যদি খুৎবা, ঈদ কিম্বা জুমুয়ার নামায পড়তে
পড়তে বেহুঁশ হয়ে ২/৩ মিনিট থাকেন, অতঃপর হুঁশ ফিরে আসলে বাকী খুৎবা কিম্বা নামায পূর্ণ করেন, এমন
ইমামের পিছনে নামায আদায় করলে কতটুকু শুদ্ধ হবে?
জাওয়াব : বেহুঁশ হয়ে গেলে উযূ
নষ্ট হয়ে যায়। উযূ ব্যতীত খুৎবা পাঠ করা মাকরূহের অন্তর্ভুক্ত। আর বিনা উযূতে
নামায পড়া নিষেধ। উপরোক্ত অবস্থায় ইমাম ছাহিবের উচিৎ পুণরায় উযূ করে খুৎবা ও নামায
আদায় করা। এমন ইমামের পিছনে নামায আদায় করতে কোন অসুবিধা নেই। তবে শর্ত হলো- ইমাম ছাহিব
যদি খুৎবা বা নামায পড়ার সময় মৃগি রোগের কারণে বেহুঁশ হয়ে যান, তাহলে তিনি
যেন নতুন করে উযূ করে খুৎবা ও নামায আদায় করেন। (শামী, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-৩৩
0 Comments:
Post a Comment