৬৩০ নং- সুওয়াল : আপনাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ৩৩তম সংখ্যায় সুওয়াল-জাওয়াব বিভাগে একটি সুওয়াল- অনেক লোককে দেখা যায়, প্রস্রাব করার সময় মিসওয়াক করে, ইহা কি? উনার প্রদত্ত জাওয়াব সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের বুঝে আসছেনা। দয়া করে বিস্তারিতভাবে জাওয়াব দিলে উপকৃত হতাম।


সুওয়াল : আপনাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ৩৩তম সংখ্যায় সুওয়াল-জাওয়াব বিভাগে একটি সুওয়াল- অনেক লোককে দেখা যায়, প্রস্রাব করার সময় মিসওয়াক করে, ইহা কি? উনার প্রদত্ত জাওয়াব সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের বুঝে আসছেনা। দয়া করে বিস্তারিতভাবে জাওয়াব দিলে উপকৃত হতাম।
জাওয়াব : উক্ত সুওয়ালের জাওয়াবে যে মাকরূহ তাহরীমী লেখা হয়েছে, তা হচ্ছে- প্রস্রাব-পায়খানা করার সময় মিসওয়াক করা মাকরূহ তাহরীমী। আর যে সুন্নত বলা হয়েছে, তা হচ্ছে- মিসওয়াক করার সময় উঁচু স্থানে বা যেকোন স্থানে বসে মিসওয়াক করা সুন্নত।
আরো উল্লেখ্য যে, অনেক লোককে দেখা যায়, তারা প্রস্রাব করতঃ একহাতে ঢিলাকুলুখ ব্যবহার করার সময় পায়চারী করে আর এ অবস্থাতেই অপর হাতে মিসওয়াক নিয়ে মিসওয়াক করতে থাকে এবং মাঝে মধ্যে কথাবার্তাও বলে থাকে, এটাও মাকরূহ তাহরীমীর অন্তর্ভুক্ত।
আবা-৩৪

0 Comments: