৬২৮ নং- সুওয়াল : দাইয়ূস শব্দের অর্থ কি? শরীয়ত উনার দৃষ্টিতে কাদেরকে দাইয়ূস বলা হয়েছে? দাইয়ূস কি বেহেস্তে প্রবেশ করতে পারবে না? সঠিক জবাবদানে বাধিত করবেন।


সুওয়াল : দাইয়ূস শব্দের অর্থ কি? শরীয়ত উনার দৃষ্টিতে কাদেরকে দাইয়ূস বলা হয়েছেদাইয়ূস কি বেহেস্তে প্রবেশ করতে পারবে না? সঠিক জবাবদানে বাধিত করবেন।

জাওয়াব : দাইয়ূস শব্দের একাধিক অর্থ রয়েছে। যেমন- বেশরা, বেহায়া, নির্লজ্জ ইত্যাদি। এছাড়া ওই সকল পুরুষদেরকে বুঝানো হয়েছে, যারা তাদের অধিনস্থ মেয়েদের দ্বারা দেহ ব্যবসা করিয়ে থাকে। আর শরীয়ত উনার দৃষ্টিতে দাইয়ূস বলতে ওই সকল পুরুষদেরকে বুঝানো হয়েছে, যারা তাদের অধীনস্থ মেয়েদেরকে শরয়ী পর্দা করায় না।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে- বেহেস্তের দরজায় লেখা রয়েছে,
الديوث لا يدخل الجنة.
অর্থ : দাইয়ূস বেহেস্তে প্রবেশ করতে পারবে না।

আবা-৩৪

0 Comments: