৫৯৪ নং- সুওয়াল : কোন মুসলমান কাফির হলে, তার হুকুম কি?


সুওয়াল : কোন মুসলমান কাফির হলে, তার হুকুম কি?
জাওয়াব : তার সমস্ত জীবনের নেকী নষ্ট হয়ে যাবে। তার স্ত্রী তালাক হয়ে যাবে, তার জানাযা পড়া হারাম হবে। কোন মুসলমানের কবরস্থানে দাফন করা নাজায়িয হবে। যদি সে নতুন করে তওবা করে কালিমা শরীফ পড়ে পুণরায় ঈমান আনে এবং স্বীয় স্ত্রীর নিকাহ দোহরায়ে লয়, তবে তার জানাযা ও দাফন-কাফন ইত্যাদি সব কিছুই করতে পারবে। (ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-৩৩

0 Comments: