৫৯১ নং- সুওয়াল : মসজিদে একজন নামায পড়ছে, এমতাবস্থায় কিভাবে পবিত্র কুরআন শরীফ পাঠ করা যায়?


সুওয়াল : মসজিদে একজন নামায পড়ছে, এমতাবস্থায় কিভাবে পবিত্র কুরআন শরীফ পাঠ করা যায়?
জাওয়াব : চুপে চুপে পবিত্র কুরআন শরীফ পাঠ করা যাবে। যে সকল যিকিরের দ্বারা নামাযীদের অসুবিধা হয়, এমন যিকির করা নাজায়িয। পবিত্র কুরআন শরীফ পাঠ যিকিরের অন্তর্ভুক্ত। কাজেই মসজিদে নামায পড়াকালে আওয়াজ করে পবিত্র কুরআন শরীফ পড়া যাবেনা। (ফতওয়ায়ে আছয়াদিয়া, আমিনিয়া ইত্যাদি)
আবা-৩৩

0 Comments: