৬১৩ নং- সুওয়াল : নামাযে ক্বিরাত পাঠ বলতে কি বুঝায়? কতটুকু ক্বিরাত পাঠ করলে নামাযে ক্বিরাত পাঠের ফরয আদায় হবে?


সুওয়াল : নামাযে ক্বিরাত পাঠ বলতে কি বুঝায়? কতটুকু ক্বিরাত পাঠ করলে নামাযে ক্বিরাত পাঠের ফরয আদায় হবে?
জাওয়াব : নামাযে ক্বিরাত পাঠ বলতে বুঝায়- পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অপর কোন পবিত্র সূরা (যা কমপক্ষে বড় এক পবিত্র আয়াত শরীফ অথবা ছোট তিন পবিত্র আয়াত শরীফ) পাঠ করা। নামাযে মুতলাক্ব ক্বিরাত পাঠ করা ফরয। চাই তা পবিত্র সূরা ফাতিহা শরীফ থেকেই হোক অথবা অন্য যে কোন সূরা থেকেই হোক। বড় এক পবিত্র আয়াত অথবা ছোট তিন পবিত্র আয়াত শরীফ পাঠ করলে নামাযে ক্বিরাতের ফরয আদায় হয়ে যাবে।
নামাযে যদি শুধু সূরা ফাতিহা পাঠ করা হয় কিন্তু অন্য কোন সূরা না মিলানো হয়, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর যদি নামাযে সূরা ফাতিহা না পড়ে অন্য কোন সূরা পাঠ করে, তাহলেও সিজদায়ে সাহু ওয়াযিব হবে।
আর যদি পবিত্র সূরা ফাতিহা শরীফও না পড়ে এবং অন্য কোন সূরাও না মিলায়, তাহলে নামায দোহরায়ে পড়তে হবে। কেননা নামাযের ফরয ক্বিরাত পাঠ করা তরক হয়েছে। (সমূহ ফিক্বাহর কিতাব)

আবা-৩৪

0 Comments: