সুওয়াল :
বসে আযান দেয়া পবিত্র ইসলাম উনার মধ্যে জায়িয আছে কি? নতুন
শিশু জন্ম নিলে ঐ বাড়ীতে সাতদিন পর্যন্ত আযান দেয়া হয়। এ আযানের গুরুত্ব ইসলাম
উনার মধ্যে কতটুকু জানিয়ে খুশী করবেন।
জাওয়াব :
বসে আযান দেয়া মাকরূহের অন্তর্ভূক্ত। আযানের সুন্নাত হচ্ছে, দাঁড়িয়ে
আযান দেয়া। আর কোন নতুন শিশু জন্ম গ্রহন করলে সাতদিন আযান দিতে হবে- এটা সুন্নতের
খেলাফ। সন্তান ভুমিষ্ঠ হলে শিশুকে ধুয়ে পরিস্কার করে কাপড় দিয়ে জড়িয়ে কোন বুযুর্গ
ব্যক্তির নিকট এনে দিবে। তিনি শিশুর ডান কানে আযানের লফজ বা শব্দগুলি এবং বাম কানে
ইক্বামতের লফজ বা শব্দগুলি বলবেন। এটাকে তা’যীন বলা হয়। এটা খাছ সুন্নতের
অন্তর্ভূক্ত। এছাড়া তাহনীক করাও সুন্নত। অর্থাৎ কোন বুযুর্গ ব্যক্তি শাহাদত অঙ্গুলি
দ্বারা মধু নিয়ে নিজের জিহ¡ায় লাগিয়ে নবজাতকের উপরের তালুতে লাগিয়ে দিবেন। যাতে বাচ্চা শিশু চুষে চুষে
খেতে পারে। (শামী,
বাহরুর রায়েক ইত্যাদি)।
আবা-৩৪
0 Comments:
Post a Comment