৬২৫ নং- সুওয়াল : হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহি নাকি ঢাক-তবলা বা গান-বাজনা করেছেন, একথা কতটুকু সত্য? 7/12/2020 08:32:00 pm 0 সুওয়াল : হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহি নাকি ঢাক-তবলা বা গান-বাজনা করেছেন, একথা কতটুকু সত্য? জাওয়াব : ইমামুল আইম্মা, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহি উনার শানে এরূপ মিথ্যা অপবাদ দেয়া কুফরী। এটা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কথা। (ফতওয়ায়ে আলমগিরী, আমিনিয়া, ফাওয়ায়েদুল ফুয়াদ) আবা-৩৪ Tweet Share Share Share Share
0 Comments:
Post a Comment