৬১৭ নং- সুওয়াল : স্ত্রী স্বামীর মৃত দেহ ধৌত করতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মৃত দেহকে ধৌত করতে পারেনা। এটার কারণ কি ?


সুওয়াল : স্ত্রী স্বামীর মৃত দেহ ধৌত করতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মৃত দেহকে ধৌত করতে পারেনা। এটার কারণ কি ? 
জাওয়াব : এটাই শরীয়ত উনার হুকুম। শরীয়ত উনার কোন হুকুম-আহকাম সম্পর্কে কেন এবং কি প্রয়োজন, ইত্যাদি প্রশ্ন উত্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ তথা শরীয়ত উনার খেলাফ। শুধু এতটুকু জানার জন্য কোশেশ করতে পারবে, যতটুকু মহান আল্লাহ পাক তিনি এবং উনার রাসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম তিনি বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে, “একজন মহিলা তাবেয়ী হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলেন যে, মেয়েরা অসুস্থ (হায়েজ ও নেফাজ) অবস্থায় রোযা কাযা করে, কিন্তু নামায কাযা করেনা, এর কারণ কি? তার জাওয়াবে হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বললেন, “আমাদের কাছে এরূপই পৌঁছেছে এবং আমরা এ রকমই আদিষ্ট হয়েছি। তাই আমরা রোযা কাযা করার আদেশ দেই, আর নামায কাযা করার আদেশ দেইনা এবং আমরা কখনো এর কারণ তালাশ করিনি। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই এ সম্পর্কে ভাল জানেন। (মুসলিম শরীফ, ফতওয়ায়ে আলমগীরী)
 আবা-৩৪

0 Comments: