সুওয়াল :
পবিত্র সূরা ফিল উনার ৪নং পবিত্র আয়াত শরীফ উনার শেষে সিজ্জীন - সিজ্জীল-সিজ্জীলিন
কোনটা উচ্চারণ হবে?
জাওয়াব :
সিজ্জীন বলা সম্পূর্ণ নাযায়িয, হারাম ও কুফরী। কেননা সিজ্জীন উচ্চারণে অক্ষরের এবং অর্থের
পরিবর্তন হয়, যা তাহরীফে কুরআন উনার অন্তর্ভুক্ত।
আর সিজ্জীল ও সিজ্জীলিন
উভয়টি পড়া জায়িয রয়েছে। যিনি ওয়াকফ করবেন, তিনি সিজ্জীল পড়বেন। আর যিনি
মিলিয়ে পড়বেন, তিনি সিজ্জীলিন পড়বেন। (সমূহ তাজবীদের কিতাব)
0 Comments:
Post a Comment