জাওয়াব : মৃত ব্যক্তিকে
গোসল দেয়ার পূর্বে একই বিছানায় বসে পবিত্র কুরআন শরীফ পাঠ করা জায়িয নেই, বরং
মাকরূহ্ হবে। কিন্তু গোসল দেয়ার পরে তার কাছে বসে পবিত্র কুরআন শরীফ পাঠ করা জায়িয
আছে। গোসল দেয়ার পূর্বে দূরে বা অন্য কোথাও বসে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা
জায়িয আছে। সুতরাং গোসল দেয়ার পূর্বে একই বিছানায় বসে পবিত্র কুরআন শরীফ পাঠ করা
মাকরূহ্। (তাবইন,
নাহরুল ফায়েক, আলমগিরী, শামী,
দুররুল মুখতার)
আবা-৩৩
0 Comments:
Post a Comment