৫৯৬ নং- সুওয়াল : কোন মসজিদে শুকুর-কুকুর ইত্যাদি প্রশ্রাব করলে তা পাক করার নিয়ম কি?


সুওয়াল : কোন মসজিদে শুকুর-কুকুর ইত্যাদি প্রশ্রাব করলে তা পাক করার নিয়ম কি?
জাওয়াব : যদি মসজিদের নিচে কাঁচা মাটি থাকে, তবে তা পানি দ্বারা ভালমত ধুয়ে নিতে হবে। আর যদি কোন বিছানা থাকে এবং প্রশ্রাব শুধু বিছানায় লেগে থাকে, তবে তা তিনবার ভালকরে ধুয়ে নিতে হবে। আর বিছানা ভেদ করে মাটিতে লাগলে মাটিও ধুয়ে নিতে হবে। অতঃপর মাটি শুকিয়ে গেলে তাতে নামায পড়তে পারবে। আর যদি মসজিদের মেঝে বা নীচ পাকা মাটির হয়, তবে তা তিনবার ভাল করে পানি দ্বারা ধুয়ে নিতে হবে। অতঃপর তাতে নামায পড়া জায়িয হবে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, একজন মরুবাসী একদা মসজিদে প্রশ্রাব করেছিল। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা ধৌত করার জন্য আদেশ করেছিলেন। (বুখারী শরীফ, ফতওয়ায়ে আমিনিয়া)
 আবা-৩৩

0 Comments: