৬২৪ নং- সুওয়াল : স্ত্রীর নিকট স্বামী বাধ্য হয়ে বলেছে, “আমি আবার নেশা করলে তুমি তিন তালাক” এমতাবস্থায় কোন দিন, কোন কারণে ইচ্ছাকৃতভাবে স্বামী যদি নেশা করে, তাহলে স্ত্রী কি তালাক হয়ে যাবে? আর যদি স্বামী নিজেই শর্ত বাদ দিয়ে দেয়, অতঃপর সে নেশা করে, তাহলে কি তালাক পতিত হবে?


সুওয়াল : স্ত্রীর নিকট স্বামী বাধ্য হয়ে বলেছে, “আমি আবার নেশা করলে তুমি তিন তালাকএমতাবস্থায় কোন দিন, কোন কারণে ইচ্ছাকৃতভাবে স্বামী যদি নেশা করে, তাহলে স্ত্রী কি তালাক হয়ে যাবে? আর যদি স্বামী নিজেই শর্ত বাদ দিয়ে দেয়, অতঃপর সে নেশা করে, তাহলে কি তালাক পতিত হবে?
জাওয়াব : কোন স্বামী যদি তার স্ত্রীকে কোন শর্ত সাপেক্ষে তালাক দেয়, তাহলে সে শর্ত পূর্ণ হলে অবশ্যই স্ত্রীর উপর তালাক পতিত হবে। তা যে কয় তালাকই হোক না কেন।
স্বামী যদি কোন শর্ত দিয়ে সময় নির্দিষ্ট করে দেয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সে শর্ত পূরণ না করলে এবং সে সময় অতিবাহিত হয়ে গেলে তালাক পতিত হবে না। আর যদি স্বামী শর্ত দিয়ে পরে নিজেই শর্ত বাতিল বলে ঘোষণা করে, তাহলে শর্ত বাতিল করার পর সে কাজ করলে তালাক পতিত হবে না। (সমূহ ফিক্বাহর কিতাব)।
 আবা-৩৪

0 Comments: