সুওয়াল : নামাযে তাশাহুদ
পাঠের ব্যাপারে বিভিন্ন কিতাবে মত পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন- কোন কিতাবে প্রথম
বৈঠকে তাশাহুদ পাঠ করা ওয়াজিব বলা হয়েছে। আবার কোন কিতাবে প্রথম এবং শেষ বৈঠকে
তাশাহুদ পাঠ করা যায়- এ পরিমাণ সময় অপেক্ষা করা ওয়াজিব ও ফরয বলা হয়েছে। এ
ব্যাপারে সঠিক মাসয়ালাটি জানার বাসনা রাখি।
জাওয়াব : প্রথম বৈঠকে
তাশাহুদ পড়া এবং সেই পরিমাণ সময় বসা ওয়াজিব। তা যদি কোন কারণে ছুটে যায়, তবে সিজদায়ে
সাহু ওয়াজিব হবে। আর শেষ বৈঠকেও তাশাহুদ পড়া ওয়াজিব তবে এ পরিমাণ সময় বসা ফরয।
অতএব শেষ বৈঠকেও কোন কারণবশতঃ
তাশাহুদ না পড়ে থাকলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। কিন্তু শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা
পরিমাণ সময় না বসলে,
নামায বাতিল হয়ে যাবে। এটাই বিশুদ্ধ মত। (সমূহ ফিক্বাহর
কিতাব দ্রষ্টব্য)
আবা-৩৩
0 Comments:
Post a Comment