৬০১ নং- সুওয়াল : অনেকে বলে থাকে যে, হযরত শীষ আলাইহিস সালাম শিশি হতে পয়দা হয়েছিলেন, সেজন্য উনাকে শীশ আলাইহিস সালাম বলা হয়, এটা কতটুকু শুদ্ধ?


সুওয়াল : অনেকে বলে থাকে যে, হযরত শীষ আলাইহিস সালাম শিশি হতে পয়দা হয়েছিলেন, সেজন্য উনাকে শীশ আলাইহিস সালাম বলা হয়, এটা কতটুকু শুদ্ধ?
জাওয়াব : এটা সম্পূর্ণই মনগড়া ও ডাহা মিথ্যা কথা। হযরত আদম আলাইহিস সালাম উনার অন্যান্য ছেলে সন্তানের ন্যায় হযরত শীষ আলাইহিস সালাম তিনিও হযরত আদম আলাইহিস সালাম উনার ঔরশ মুবারকে এবং হযরত হাওয়া আলাইহিস সালাম উনার রেহেম শরীফ এ পয়দা হয়েছেন। (আরায়ীসুল মাজালিস, কাসাসুল আম্বিয়া)
আবা-৩৩

0 Comments: