সুওয়াল :
দাড়ি সুন্দর, খসখসে বা চাপদাড়ি রাখার জন্য, নতুন দাড়ি গজানোর সময় প্রথমে কয়েকবার মুণ্ডন করা জায়িয কিনা, জানতে
বাসনা রাখি।
জাওয়াব :
একমুষ্ঠির কমে দাড়ি ছাটা বা মুণ্ডন করা নাযায়িয ও হারাম। কারণ একমুষ্ঠি পরিমাণ
দাড়ি রাখা ফরয/ওয়াযিবের অন্তর্ভুক্ত। সুতরাং কোন অবস্থাতেই দাড়ি ছাটা ও মুণ্ডন করা
জায়িয নেই। চাই নতুন গজানোর সময়েই হোক অথবা পরবর্তীতেই হোক, কিম্বা
দাড়িকে চাপদাড়ি বা সুন্দর করার অজুহাতে হোক না কেন সকল অবস্থায়ই দাড়ি ছাটা বা মুণ্ডন
করা উভয়ই নাজায়িয,
হারাম ও কবীরা গুণাহের অন্তর্ভুক্ত। (সমূহ ফিক্বাহের কিতাব)
[বিস্তারিত
জানার জন্য মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ৩০-৩৪তম সংখ্যায় প্রকাশিত দাড়ির ফতওয়া
পড়ুন।]
আবা-৩৩
0 Comments:
Post a Comment