জাওয়াব : ঘাটে বাঁধা নৌকায়
নামায পড়া সম্পর্কে কয়েকটি সুরত রয়েছে-
(১) ঘাটে বাঁধা নৌকায় বসে নামায
পড়া জায়িয হবেনা। কারণ নামাযের মধ্যে ক্বিয়াম করা হচ্ছে ফরয। আর ফরয তরক করলে
নামায আদায় হয়না। এমতাবস্থায় নৌকা থেকে উপরে উঠে তরতীব মত ক্বিয়াম, রুকু, সিজদা
ইত্যাদির সাথে নামায আদায় করতে হবে।
(২) কোন ব্যক্তি যদি মাজুর হয় যে, তার
পক্ষে ঘাটে উঠা সম্ভব নয়,
তখন তার জন্য ঘাটে বাঁধা নৌকায় বসে নামায পড়া জায়িয। তবে
অবশ্যই ক্বিবলা ঠিক রাখতে হবে।
(৩) আর যদি এমন হয় যে, ঘাটে
বাঁধা নৌকায় দাঁড়িয়ে নামায আদায় করতে অর্থাৎ তরতীব মত ক্বিয়াম, রুকু, সিজদা
ইত্যাদির সাথে নামায আদায় করতে কোন অসুবিধা হয়না, আর ক্বিবলাও ঘুরে যাওয়ার সম্ভবনা
নেই, তাহলে এ শর্তে ঘাটে বাঁধা নৌকায় নামায পড়া জায়িয রয়েছে। (ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-৩৩
0 Comments:
Post a Comment