জাওয়াব : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
صوموا يوم عاشورا وخالفوا فى اليهود. صوموا قبله اويوما بعده يوما.
অর্থ : “তোমরা আশূরার রোযা রাখ এবং (এ ব্যাপারে) ইহুদীদের বিপরীত কর। তোমরা আশূরার আগের দিনে অথবা পরের দিনেও রোযা রেখো।”
এ পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা প্রমাণিত হয় যে, আশূরার উদ্দেশ্যে দু’টি রোযা রাখা সুন্নত। পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ। তবে উত্তম হলো ৯ ও ১০ তারিখ রোযা রাখা। শুধু ১০ই মুহররমুল হারাম শরীফ আশূরার উদ্দেশ্যে ১টি রোযা রাখা মাকরূহ। কারণ ইহুদীরা সেদিনটিতে রোযা রেখে থাকে।
আবা-৩৪
0 Comments:
Post a Comment