জাওয়াব: রোজা রাখা অবস্থায় বমি করার ব্যাপারে কয়েকটি সূরত কিতাবে বর্ণিত হয়েছে। বমি
করাটা সাধারণতঃ দু’প্রকারের হয়ে থাকে- (১) ইচ্ছাকৃত, (২)
অনিচ্ছাকৃত।
কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে, তাহলে রোজা ভঙ্গ হবে। আর ইচ্ছাকৃত অল্প বমি করলে রোজা ভঙ্গ হবেনা। অনিচ্ছাকৃতভাবে
মুখ ভরে বমি হোক অথবা অল্প বমি হোক, তাতে রোজা ভঙ্গ হবেনা। কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে অথবা বমি গিলে ফেলে, তাতে তার রোজা ভঙ্গ হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে বমি ভিতরে চলে চায়, তাতে রোজা ভঙ্গ হবেনা। কিন্তু মুখ ভরা বমি অনিচ্ছাকৃতভাবেও ভিতরে চলে গেলে
রোজা ভঙ্গ হবে।
উপরোল্লিখিত কোন কারণে রোজা ভঙ্গ হলে সেটার
কাযা আদায় করতে হবে কিন্তু কাফ্ফারা দিতে হবেনা।
(আলমগীরী)
আবা-২০
0 Comments:
Post a Comment