৩২১ নং- সুওয়াল - যমজ সন্তান প্রসব করলে কোন সময় হতে নেফাস ধরা হবে আর কখন থেকে ইদ্দত ধরা হবে এবং কতদিন অন্তর যমজ সন্তান প্রসব করলে এক গর্ভ ধরা হবে?


সুওয়াল - যমজ সন্তান প্রসব করলে কোন সময় হতে নেফাস ধরা হবে আর কখন থেকে ইদ্দত ধরা হবে এবং কতদিন অন্তর যমজ সন্তান প্রসব করলে এক গর্ভ ধরা হবে?
জাওয়াব - প্রথম সন্তান প্রসবের পরেই নেফাসের হুকুম বর্তাবে, অর্থাৎ নেফাস শুরু হয়। দ্বিতীয় সন্তান প্রসবের পর হতে ইদ্দত ধরা হবে। প্রথম ও দ্বিতীয় সন্তান প্রসবের মধ্যে যদি ছয়মাস ব্যবধানের কম হয়, তাহলে যমজ ধরতে হবে। (শামী)আবা-২২

0 Comments: