২৮০ নং- সুওয়াল: ফিৎরার হুকুম কি? ফিৎরা কাদেরকে দিতে হয় এবং এর পরিমাণ কতটুকু?

সুওয়াল: ফিৎরার হুকুম কি? ফিৎরা কাদেরকে দিতে হয় এবং এর পরিমাণ কতটুকু?
জাওয়াব: ঈদের দিন সুবহে সাদিক-এর সময় যে ব্যক্তির নিকট নিত্যপ্রয়োজনীয় মাল আসবাব, পোশাক ইত্যাদি ব্যতীত সাড়ে সাত (৭।।.) তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন (৫২।।.) তোলা রুপা বা এর সমপরিমাণ নগদ টাকা থাকবে তার জন্য সদকাতুল ফিৎর ওয়াজিব। যারা যাকাত খাওয়ার উপযুক্ত তারাই সদকাতুল ফিৎর খাওয়ার উপযুক্ত। যদি কেউ ঈদের দিন সুবিহ্ সাদিকের আগে মারা যায়, তবে তার উপর সদকাতুল ফিৎর ওয়াজিব নয়, আর যদি পরে মারা যায়, তাহলে দিতে হবে। কোন সন্তান সুবিহ্ সাদিকের পূর্বে জন্মগ্রহণ করলে, তার ফিৎরা দিতে হবে, সুবিহ্ সাদিকের পর জন্মিলে তার ফিৎরা দিতে হবে না। যথাসম্ভব ঈদের নামাযের পূর্বেই ফিৎরা আদায় করা মুস্তাহাব। কেউ ঈদের পূর্বে দিতে না পারলে ঈদের পরে দিতে হবে।
          ফিৎরার পরিমাণ হলো- একসের সাড়ে বার (১ সের ১২।।.) ছটাক গম বা আটার সমমূল্য। (শরহে বেকায়া, আলমগীরী, দুররুল মুখতার)
আবা-২০

0 Comments: