২৯৭ নং- সুওয়াল : কোন স্বামী যদি তার স্ত্রীকে মনে মনে তালাক দেয়, তবে তা তালাক হিসাবে গণ্য হবে কি?

সুওয়াল : কোন স্বামী যদি তার স্ত্রীকে মনে মনে তালাক দেয়, তবে তা তালাক হিসাবে গণ্য হবে কি?

জাওয়াব : না, তালাক হবেনা। তবে মনে মনে বলতে যদি চুপে চুপে একাকী আওয়াজ করে বলা বুঝায়, যা কমপক্ষে নিজের কানে শুনে, তাহলে তালাক বর্তাবে। আর যদি মনে মনে বলতে আওয়াজ ব্যতীত খেয়ালের সাথে বলাতে বুঝায়, তাহলে তালাক বর্তাবেনা।
          সম্মানিত দ্বীন ইসলাম উনার কয়েকটি বিষয় এমন রয়েছে, যা আওয়াজ ব্যতীত খেয়ালের সাথে বললে তা কার্যকরী হয়না বা তার হুকুম বর্তায়না। যেমন- (১) ঈমান, (২) ইসলাম, (৩) তালাক, (৪) মান্নত, (৫) কুরবানী, (৬) নামাযের সুরা-কিরাত পাঠ করা ইত্যাদি।
আবা-২১ 

0 Comments: