সুওয়াল: রোজা রাখা অবস্থায় চোখে ওষুধ বা সুরমা দিলে রোজা ভঙ্গ হবে কি?
জাওয়াব: না,
রোজা রাখা অবস্থায় চোখে ওষুধ বা সুরমা দিলে রোজা ভঙ্গ হবে
না। এমনকি যদি ওষূধের স্বাদ গলায় অনুভব হয়, বা
সুরমার রং যদি থুথুর সাথে দেখা দেয়, তাতেও রোজা ভঙ্গ হবেনা। (ফতওয়ায়ে
আলমগীরি)
0 Comments:
Post a Comment