সুওয়াল - যদি কোন
স্ত্রীলোকের গর্ভপাতের পর খুন জারী হয়, তবে সেটা নেফাস-হায়েজ-ইস্তেহাজা
কোনটার মধ্যে গণ্য হবে?
জাওয়াব - নেফাসের হুকুম
তখনই বর্তাবে যখন শরীরের কোন অঙ্গ-প্রতঙ্গ
হাত-পা এমনকি একটি মাত্র অঙ্গুলি বা উহার নখ পর্যন্ত গঠিত হয়ে থাকে। আর হায়েজের
হুকুম বর্তাবে তখন,
যখন একখন্ড গোস্ত বা রক্তপিন্ড বা শুধু রক্তপাত হয়, আর তা
কমপক্ষে তিনদিন তিন রাত্রি জারী থাকে। অন্যথায় অর্থাৎ ইহার কম হলে ইস্তেহাজা বলে
গণ্য করে নামায, রোজা ইত্যাদি যথারীতি আদায় করতে হবে। (ফতোয়ায়ে শামী)।
আবা-২২
0 Comments:
Post a Comment