সুওয়াল: কোন এলাকায় একই সময় বা একটু আগে-পরে একাধিক মসজিদে আযান হলে, প্রত্যেক আযানের জাওয়াব এবং অঙ্গুলি চুম্বন করতে হবে কি?
জাওয়াব: এক ওয়াক্তে এক আযানের জাওয়াব এবং অঙ্গুলি চুম্বন করাই যথেষ্ঠ। প্রত্যেক
ব্যক্তিই নিজ এলাকার বা যে মসজিদে অধিকাংশ সময়
নামায পড়ে থাকে, সেই মসজিদের আযানের জাওয়াব দেবে।
আর কোথাও সফরে গেলে সেই এলাকার মসজিদের আযানের জাওয়াব দিতে হবে। আর চলাফেরা
অবস্থায় যেকোন মসজিদের আযানের জাওয়াব দিলেই চলবে। তবে একাধিক আযানে নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক শুনে চোখে
বুছা দিতে পারে। (শামী)
আবা-২০
0 Comments:
Post a Comment