জাওয়াব: বিতর নামায তাহাজ্জুদ নামাযের পরে পড়া উত্তম এবং সুন্নাত। কারণ নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদা বিতর
নামায তাহাজ্জুদ নামাযের পরে পড়তেন, কখনো পূর্বে পড়তেন না। এখন অনেকে
বলতে পারেন যে,
বহু লোক আছে- যারা তাহাজ্জুদ পড়েনা, তাহলে
তারা বিতর নামায কখন পড়বে? অথচ বিতর নামায পড়া ওয়াজিব, আর তাহাজ্জুদ নামায হলো মুস্তাহাব, সুন্নাত। মূলতঃ সকলের জন্যই বিতর নামায ইশার সাথে না পড়াই সুন্নাত। যারা
তাহাজ্জুদ পড়বেন, তারা তাহাজ্জুদের পরে বিতর পড়বেন। এটাই হলো খাছ সুন্নাত। আর
যারা তাহাজ্জুদ পড়েনা, তারাও ইশার সাথে বিতর না পড়ে ইশার ফরজের সাথে শুধু সুন্নাত
ও নফল পড়বে। এতে তাদেরও একটা সুন্নাত আদায় হবে যে, ইশার
সাথে বিতর না পড়া। যেহেতু তারা তাহাজ্জুদ পড়েনা, সেহেতু
শোয়ার আগে বিতর নামায পড়ে নিবে। যদি সম্ভব হয়, তাহলে দু’চার রাকায়াত নফল নামায পড়ার পর বিতর পড়বে। কিন্তু পবিত্র রমাদ্বান শরীফ উনার
মধ্যে মুস্তাহাব হলো- তারাবীহ নামাযের পরে জামায়াতের সাথে বিতর নামায আদায় করা। (সিয়াহ
সিত্তাহ এবং সমূহ ফিক্বাহ উনাদের কিতাব)
আবা-২০
0 Comments:
Post a Comment