
জাওয়াব: আখিরী রসূল, নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাধারণতঃ
শেষ দশদিন ই’তিকাফ করতেন। সে কারণে শেষ দশদিনই ই’তিকাফ করাই সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া হয়েছে। তবে নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম তিনি প্রথম যে বছর ই’তিকাফ করেছিলেন, সে বছর
পূর্ণমাস ই’তিকাফ
করেছিলেন। এর যে বছর বিদায় নিয়েছেন, তার পূর্ববর্তী বছর বিশদিন ই’তিকাফ করেছিলেন।
আর মধ্যে এক বছর জ্বিহাদের কারণে ই’তিকাফ না করতে পারায় পরবর্তী; বছর কাজ্বাসহ বিশদিন ই’তিকাফ করেছিলেন।
0 Comments:
Post a Comment