জাওয়াব : যেসব ঘড়ি বাদ্যযন্ত্রের ন্যায় এর্লাম বা আওয়াজ করে, তা
মসজিদে ব্যবহার করা জায়েয নেই। শুধু মসজিদেই নয়, এমন ঘড়ি
ঘর-বাড়ীতেও ব্যবহার করা যাবেনা। যেহেতু পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন,
بعثت لكسر المزا مير والاصنام.
অর্থঃ- “আমি বাদ্যযন্ত্র এবং মূর্তিসমূহ ধ্বংস করার জন্যপ্রেরীত হয়েছি।”
আর যে
ঘড়িতে সাধারণভাবে আওয়াজ করে, তাও ব্যবহার না করাই আফজল।
আবা-২০
0 Comments:
Post a Comment