জাওয়াব: কোন কোন রেওয়ায়েতে দেখা যায় মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি টুপি ছাড়া পাগড়ী
পরিধান করেছিলেন। কিন্তু পরবর্তীতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “আমাদের ও ইহুদীদের মধ্যে পার্থক্য
হলো- আমরা টুপিসহ পাগড়ী পরিধান করি, আর ইহুদীরা টুপি ছাড়াই পাগড়ী
পরিধান করে থাকে। যার কারণে ইমাম ও মুজতাহীদগণ টুপি ছাড়া পাগড়ী পরিধান করা মাকরূহ্
হওয়ার ফতওয়া দিয়েছেন।
আবা-২০
0 Comments:
Post a Comment