২৭৩ নং- সুওয়াল: কেউ যদি রোজা রেখে দিনে ঘুমায় এবং ঘুমের মধ্যে গোসল ফরজ হয়, তাতে রোজার কি কোন ক্ষতি হবে?


সুওয়াল: কেউ যদি রোজা রেখে দিনে ঘুমায় এবং ঘুমের মধ্যে গোসল ফরজ হয়, তাতে রোজার কি কোন ক্ষতি হবে?
জাওয়াব: রোজা রেখে দিনে ঘুমালে এবং ঘুমের মধ্যে গোসল ফরজ হলে রোজার কোন ক্ষতি হবেনা। (আলমগীরি)
আবা-২০

0 Comments: