২৮৭ নং- সুওয়াল : কেউ যদি রমযান মাসে কোন রোজা না রাখে, তাহলে তার কয়টি কাফ্ফারা আদায় করতে হবে?


সুওয়াল : কেউ যদি রমযান মাসে কোন রোজা না রাখে, তাহলে তার কয়টি কাফ্ফারা আদায় করতে হবে?
জাওয়াব : কাফফারা ওয়াজিব হওয়ার শর্ত হলো- নিয়্যত করে রোজা রেখে শরীয়তসম্মত কারণ ব্যতীত ইচ্ছাপূর্বক রোজা ভঙ্গ করা।
          যদি কেউ রমযান মাসে নিয়্যত করে রোজা রেখে শরীয়তসম্মত কারণ ছাড়াই ইচ্ছাপূর্বক কোন রোজা ভঙ্গ করে, তবে তার উপর কাফ্ফারা ওয়াজিব হবে। এক রমযানে যতটি রোজাই ভঙ্গ করুক, তার উপর একটি কাফফারাই ওয়াজিব হবে। কাফফারা আদায়ের সাথে সাথে যতটি রোজা ভঙ্গ করেছে, ততটির কাজ্বাও আদায় করতে হবে।
          আর যদি কেউ সারা মাসেই রোজা না রাখে, তার জন্য কাফফারা ওয়াজিব হবেনা। শুধু কাজ্বা আদায় করলেই চলবে। তবে রমযান মাসে রোজা না রাখার দরুন সে কবীরা গুণাহে গুণাহ্গার হবে।
আবা-২০ 

0 Comments: